নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৭২ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ-পুলিশের ওসি কামরুজ্জামান।
তিনি জানান, বুধবার (২৫ অক্টোবর) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭২ জন জেলেকে আটক করা হয়। এ সময় ৩ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৮৮০ মিটার জাল, ২৬টি মাছ ধরার নৌকা, ৬৭২ কেজি ইলিশ জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ১০ জন নাবালক শিশু হওয়ায় তাদের মুচলেকা রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্যদের বিরুদ্ধে মৎস্য আইনে ১৪টি মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানা ও গরিব-অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে এবং জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এ নিষেধাজ্ঞা।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com