ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি দখলদার ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোষ্ট এর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানি এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, তাদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে গত সপ্তাহে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার ‘কঠোর’ এবং ‘অভাবনীয়’ জবাব দেয়া হবে।
নিউইয়র্ক পোষ্ট’র প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন নির্বাচনের আগে ইরান প্রতিশোধমূলক এই হামলা চালাবে না। তবে অন্যান্য সংবাদমাধ্যম বলেছে ৫ নভেম্বরের নির্বাচনের আগেই হতে পারে হামলা। সিএনএন-ও এক প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই হামলা চালাতে পারে ইরান।
নিউইয়র্ক পোষ্ট’র প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনেয়ি গত সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের বলেছেন, ইসরায়েলকে এই হামলার জবাব দিতে হবে। নয়ত তারা ‘পরাজিত’ হিসেবে অভিহিত হবেন।
প্রসঙ্গত, হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর গত ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করে ইসরায়েল। নেতানিয়াহুর দেশ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণও গোপন করেছে বলে ধারণা করা হয়। যদিও ওই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইরান ‘বড় ভুল করেছে’ এবং ‘এর মাশুল দিতে হবে’।
নিজ দেশে হামলার জবাবে গেল ২৬ অক্টোবর ইরানের তিন প্রদেশে হামলা চালায় দখলদার ইসরায়েলের বিমানবাহিনী। এতে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইসরায়েলের। তবে ইরানের এই হামলা তারা ঠেকিয়ে দেয়ার দাবি করেছে। হামলার পর তাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বললেও পরবর্তীতে হামলার তীব্রতা পর্যবেক্ষণ ও চার সেনার মৃত্যুর খবর জানায় ইরান।
তবে হামলায় নিজেদের ‘সব লক্ষ্য অর্জিত হয়েছে’ বলে সফলতার দাবি করেন নেতানিয়াহু। হামলার পর ইসরায়েল হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, ফের ইরান হামলা করলে তার কড়া জবাব দেয়া হবে। আর ইসরায়েল বাহিনীর হামালার পর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ইরানকে ফের হামলা না চালানোর আহ্বান জানায়।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24