জামালপুরের ইসলামপুর উপজেলার চতলাপাড়া এলাকায় অবস্থিত কছিমননেছা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা-র উদ্যোগে মতবিনিময় সভা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আলহাজ্ব মোঃ জামফর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং চরপুটিমারি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল কুদ্দুস খান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পূর্ব কান্দারচর জামিয়া ফারুকিয়া কওমী মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মজিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কোরআন শিক্ষার গুরুত্ব, নৈতিক শিক্ষায় মাদ্রাসার ভূমিকা এবং দ্বীনি শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি, অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানটির আয়োজন করেন হাফেজ মোঃ ছামিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক, কছিমননেছা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা। তিনি বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com