যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ইসলামপুর পৌর বিএনপি।
রবিবার বিকেলে পৌর বিএনপির কার্যালয় চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি মিজানুর রহমান শাহিন, একেএম শহিদুর রহমান, মাহমুদুল হাসান কবির মঞ্জিল, নূরে আলম মনি, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, পৌর বিএনপির সহ-সভাপতি ডা. শাহিনুর ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। সৈনিক জনতার ঐক্যের প্রতীক এই দিনটি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এক মাইলফলক হয়ে থাকবে।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।