ইসলামপুরে বসতবাড়িতে আগুন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধের বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মোঃ আক্তার আলী জানান, ইসলামপুর টংগের আলগা এলাকায় পৈত্রিক বসতভিটায় ঘর নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একই বাড়ির বাসিন্দা মোঃ মমিন আলী, মোঃ ইব্রাহিম ও মোছাঃ জুলেখা বেগমের সঙ্গে তার বিরোধ চলে আসছিল।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ৩ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে গালিগালাজ ও মারধরের হুমকি দেয়। এ সময় প্রাণভয়ে তিনি দৌড়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় এবং বসতবাড়িতে আগুন দেওয়ার ভয় দেখায়।

পরবর্তীতে রাতের খাবার শেষে পরিবারসহ ঘুমিয়ে পড়েন আক্তার আলী। ভোর আনুমানিক ৫টার দিকে প্রতিবেশীদের ডাক-চিৎকারে ঘুম ভেঙে উঠে তিনি দেখতে পান, তার বসতবাড়ির পূর্ব দিকের টিনের দোচালা ঘরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ভুক্তভোগীর দাবি, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবেই অভিযুক্তরা তার বসতঘরে আগুন দিয়েছে। এতে ঘরে সংরক্ষিত আসবাবপত্র ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ,
আব্দুল কাইয়ুম গাজী বলেন লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুনঃ