জামালপুর–২ (ইসলামপুর) আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী তালিকা পরিবর্তনের দাবিতে উত্তেজনা দেখা দিয়েছে। কেন্দ্রীয়ভাবে ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকা পরিবর্তনের দাবিতে,সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
শনিবার সকালে ইসলামপুরের ঐতিহাসিক বটতলা চত্বরে এ বিক্ষোভ ও মানববন্ধন করেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি এ.এস.এম. আব্দুল হালিম-এর সমর্থকেরা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম, পৌর যুবদলের আহবায়ক এনামুল কবীর ডেবিট, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানীসহ উপজেলার বিভিন্ন নেতা-কর্মীরা।
এসময় বক্তারা অভিযোগ করেন বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে সম্ভাব্য প্রার্থী তালিকা করা হয়েছে, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি করেছে। তারা বলেন, এ এস এম আব্দুল হালিম দীর্ঘদিন ধরে বিএনপিকে সুসংগঠিত করেছেন এবং সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। স্থানীয়দের কাছে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাও বেশি। তাই তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূল নেতাকর্মীরা তা মেনে নেবেন না।
মানববন্ধন শেষে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালান। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং পথচারীরা ভোগান্তিতে পড়েন। টায়ার জ্বালানো ও মিছিল–স্লোগানে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।0