জামালপুরের ইসলামপুর উপজেলায় ১১নং চরপুটিমারী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখার যৌথ কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেনুয়ারচর বাজারে অবস্থিত কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই যৌথ কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক সামিউল হক রাজু, সামিদুল হক সানি, আব্দুল কুদ্দুস খান ও আবু হানিফ বুলবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন আকন্দ, চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম লেবু, চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা শ্রমিক দলের সভাপতি সোরাফলসহ যুব নেতা হেলাল মণ্ডল, আনিছুর রহমান, সুলতান, ইমরান, বিলাল, মোশারফ, মিজানুর রহমান, সোজা প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ব্যাপকভাবে উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com