দেশের নির্বাচন ব্যবস্থায় এখনও অনেক অপসংস্কৃতি রয়েছে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার দুপুরে গাজীপুরে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় এমন মন্তব্য করেন তিনি।
প্রার্থীদের অভিযোগের বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশনের পক্ষে একা সব সমস্যা সমাধান সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান প্রধান নির্বাচন কমিশনার। জেলার জয়দেবপুরে আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে মতবিনিময় সভায় অংশ দেন তিনি। এসময়ে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো: আলমগীর, নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর আলম, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান ও পুলিশ সুপার কাজী শফিকুল আলম।
এছাড়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের অংশ নেওয়া মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
ফরহাদ/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com