ইস্টার্ন প্লাজায় লিবাস জেন্টস শপের উদ্বোধন
কুমিল্লা প্রতিনিধি।।
![](https://onnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কুমিল্লা নগরীর ইস্টার্ন ইয়াকুব প্লাজার দ্বিতীয় তলায় লিবাস জেন্টস শপের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আনন্দঘন পরিবেশে ফিতা ও কেক কেটে শপটির উদ্বোধন করেন ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ।
উপদেষ্টা আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, উপদেষ্টা মো: হুমায়ুন কবীর, ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরে আলম ভূইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা সফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রুপম মজুমদার, মহানগর যুবলীগ নেতা ইকরামুল ইসলাম রুবেল, জেলা যুবলীগ নেতা আবদুস সোবহান সেলিম, ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমিতির সহসভাপতি মো: জাকির হোসেন, সেলিম আহমেদ, প্রচার সম্পাদক হাসান মোর্শেদ, দপ্তর সম্পাদক মাসুম আলম পলাশ, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো: এনায়েত উল্লাহ, শপের স্বত্বাধিকারী ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ভূইয়া, মার্কেকের ব্যবসায়ী মাহবুব আলম বাপন, লোটো ব্র্যান্ডশপের স্বত্বাধিকারী সাংবাদিক মো: এমদাদুল হক সোহাগ প্রমুখ।
মঞ্জুরুল আলম ভূইয়া বলেন, সম্পূর্ণ নতুন ও এক্সক্লুসিভ সব কালেকশন নিয়ে লিবাস জেন্টস শপটি যাত্রা শুরু করেছে। সব বয়সের মানুষের চাহিদার কথা মাথায় রেখেই পণ্য সামগ্রী মজুদ করা হয়েছে। আশা করছি ক্রেতারা সন্তুষ্ট হবেন।