ঈদুল আযহা উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮দিন আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকবে
হিলি প্রতিনিধি
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বন্ধের ঘোষনা দিয়েছেন হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রæপ। এদিকে সরকারি ছুটি ব্যাতিত বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন বন্দর কতৃপক্ষ। অপরদিকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কতৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন,আগামী ১০জুলাই মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। একারনে আগামী ৯জুলাই শনিবার থেকে ১৪জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ৬দিন হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।এছাড়া ৮জলাই শুক্রবার ও ১৫জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির কারনে বন্দরের আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ জুলাই শনিবার থেকে বন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে বলে পত্রে জানানো হয়েছে। বিষয়টি এক পত্রের মাধ্যমে ভারতীয় রফতানিকারকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবহিত করা হয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আমদানি রফতানিকারক গ্রুপ ৯জুলাই থেকে ১৪জুলাই পর্যন্ত আমদানি রফতানি বন্ধ ঘোষনা করলেও সরকারি ছুটির দিন ব্যাতিত হিলি স্থলবন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু থাকবে। এসময় আমদানিকারকরা চাইলে বন্দরের ভেতরে আটকে পড়া পণ্য খালাস করে নিতে পারবেন।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি মো:বদিউজ্জামান বলেন, বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।