এবারের ঈদ যাত্রায় ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করবে রেলপথ মন্ত্রাণালয়। আর তা শুরু হবে ৭ এপ্রিল থেকে। চলবে ১১ তারিখ পর্যন্ত। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ কথা জানিয়ে বলেছেন, যাত্রীদের যেন রকম ভোগান্তি না হয় সেজন্য ঈদযাত্রায় রেল বহরে যোগ হবে ৯ জোড়া বিশেষ ট্রেন।
আজ (বুধবার) দুপুরে রেল ভবনের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
প্রতিবছর ঈদ এলেই ঘরে ফেরা মানুষের ভোগান্তির নাম ট্রেনের টিকিট। দীর্ষ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকেও মেলে না কাঙ্ক্ষিত টিকিট। সেই সঙ্গে থাকে নানা অভিযোগ।এ ভোগান্তি অবসানে আসন্ন ঈদুল ফিতরে সকল আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, কালোবাজারি রোধ এবং যাত্রীসেবা সহজ করতেই এ পদক্ষেপ । তিনি বলেন, এবারের ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কমলাপুরে গিয়ে টিকিটের জন্য যাত্রীদের যেন ঘুরতে না হয় এবং তারা যেন বাসায় বসে টিকেট কাটতে পারেন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারও অগ্রিম টিকিট বিক্রি হবে ৫ দিন। ২২ এপ্রিল সম্ভাব্য ঈদের দিন হিসেবে ৭ এপ্রিল দেওয়া হবে ১৭ তারিখের টিকিট। পর্যায়ক্রমে ১১ এপ্রিল মিলবে ২১ এপ্রিলের টিকিট। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে। এদিন পাওয়া যাবে ২৫ তারিখের টিকিট আর ২০ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট।
মন্ত্রী জানান, সিডিউল বিপর্যয় রোধে রেল বহরে যুক্ত হবে ১০টি বাড়তি ইঞ্জিন। কানো রকম দুর্ঘটনা রোধে থাকবে কঠোর নজরদারি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান প্রমুখ।
ফরহাদ/অননিউজ