পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইলের নদীভাঙ্গন কবলিত এলাকা সহ বিভিন্ন এলাকার দেড়শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার দেয়া হয়েছে। শনিবার নডাইলের বিভিন্ন জায়গায় এসব ঈদ উপহার দিয়েছেন নড়াইল জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য অ্যাডভোকেট ফারাহানা রেজা পিউলী। ঈদ উপহারের মধ্যে ছিলো পোলাও এর চাল, মুরগী, চিনি, দুধ, সেমাই ইত্যাদি।
অ্যাডভোকেট ফারহানা রেজার পক্ষে এসব উপহার বিতরণ করেন শিয়েরবর শালনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ খোকন শেখ, সমাজ সেবক মোঃ বাকি বিলাহ, আদর্শ কৃষক মোঃ সারেজান মোল্যা, সাবেক ইউপি সদস্য আনিচুর রহমান ধলু, নড়াইল জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌফিক হাসান সোহান প্রমুখ।
এছাড়া নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের অর্ধশতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দেয়া হয়েছে। ফারহানা রেজার পক্ষে এসব ঈদ উপহার তুলে দেন নড়াইল জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ সামিউল হাসান শরফু।
ফারহানা রেজা এবছর লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামের এক অসহায় যুবককে আত্মনির্ভরশীল করতে ভ্যান কেনার জন্য আর্থিক সহযোগিতা দিয়েছেন। এছাড়া বাড়ীভাঙ্গা-হান্দলা সম্মিলিত হাফেজিয়া মাদ্রাসার নির্মাণকাজেও সহযোগিতা করেছেন।
অ্যাডভোকেট ফারাহানা রেজা পিউলীর পিতা অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান একজন আইনঅঙ্গনের কিংবদন্তী। গ্রামের বাড়ি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে। ফারহানা রেজা বাংলাদেশ মহিলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পেশাগত কারনে রাজধানীতে অবস্থান করলেও দীর্ঘদিন ধরে এলাকায় মানবিক সহযোগিতা চালিয়ে যাচ্ছেন।
অ্যাডভোকেট ফারহানা রেজা পিউলী বলেন, “পেশাগত কারনে রাজধানীতে অবস্থান করলেও বিভিন্ন সময়ে সাধ্যমতো নড়াইলের মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। আগামীতেও মানুষের পাশে থাকার চেষ্টা করবো। এভাবে সমাজের সকল মানুষ একে অপরের পাশে থাকলেই গড়ে উঠবে অর্থনৈতিক ভাবে স্থিতিশীল সমাজ ব্যবস্থা।’’