নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রীন ফ্যাক্টরীর শ্রমিক নিহত হওয়ার ঘটনায় জরুরী সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)।
মঙ্গলবার সন্ধ্যায় (২ সেপ্টেম্বর) এনসিপি নীলফামারী জেলা কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন।এ সময় আবু সাঈদ লিওন অভিযোগ করে বলেন, শ্রমিকদের শান্তিপুর্ন আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালিয়ে শ্রমিক হাবিবুর রহমান হাবিব নিহত হন। কার নির্দেশে কারা গুলি চালিয়েছে তাদের চিহিৃত করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। বলেন, উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ ভুমিকা রাখছে এই ইপিজেড। এটি বন্ধ করণের পায়তারা চালানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে।নিহত শ্রমিক হাবিবুর রহমানের পরিবারকে তিন কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানসহ সাত দফা দাবী তুলে ধরেন তিনি।এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ, যুগ্ম সমন্বয়ক মোহায়মেনুল ইসলাম সানা ও শাহ আব্দুল আজিজ এ সময় উপস্থিত ছিলেন।
fi