জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়া সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। দ্বিতীয় বারের মতো নির্বাচিত মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোরের নেতৃত্বে রবিবার উপজেলা ভাইস চেয়ারম্যানগণ ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের ছেলে দু’বারের উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর ও তাঁর বোন ব্যারিস্টার বেনজির আলম সরকার অনন, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান মজুমদারসহ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের মধ্যে সফরসঙ্গী ছিলেন, আওয়ামীলীগ নেতা মাশুকুল ইসলাম মাশুক, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সভাপতি পার্থ সারথী দত্ত, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, আবদুস সামাদ মাঝি, ভিপি জাকির হোসেন, ইকবাল বাহার, শুকলাল দেবনাথ, কামাল উদ্দিন খন্দকার, আব্দুর রহিম পরভেজ, শেখ জাকির হোসেন, বাহার খান, তৈয়বুর রহমান তুহিন, প্রকৌশলী শওকত আহমেদ, গোলাম কিবরিয়া খোকন, আরমান মিয়া, আওয়ামীলীগ নেতা আবদুল মতিন মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুনুর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলাল, বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য অধ্যাপক মাহমুদা আক্তার সুমি, যুব মহিলা লীগ নেত্রী খন্দকার মমতাজ বেগম ও যুবলীগ নেতা আল-আমিন সরকার প্রমুখ।