নড়াইল প্রতিনিধি।।
উপজেলা দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির (রওশন এরশদা) আয়োজনে শহরের চৌরাস্তায় এ উপলক্ষে আলোচনার আয়োজন করা হয়।
জেলা জাতীয় পার্টির (রওশন এরশদা) সদস্য সচিব সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা জাপা’র আহবায়ক রবিউল ইসলাম মোহন, লোহাগড়া উপজেলা জাপা’র আহবায়ক মোহাম্মদ আকতারুজ্জামান, যুগ্ন আহবায়ক মো: শওকত আলী, সদর উপজেলা জাপা’র সাধারন সম্পাদক মো: জিয়াউর রহমান, যুগ্ন আহবায়ক মো: সাইফুল ইসলাম,মো: গোলাম কিবরিয়া, মুলিয়া ইউনিয়ন আহবায়ক বিধান শিকদার, জেলা যুব সংহতির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্ত, জাতীয় তরুণ পার্টির জেলা আহবায়ক মো: বদিয়ার রহমান সহ অনেকে।
বক্তারা, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতায় থাকাকারে দেশের শান্তি শৃংখলা, এবং দ্রব্যমুল্য সাধারণ মানুষের নাগালে থাকায় মানুষ স্বস্তিতে বসবাস করেছেন। বক্তারা হুসেইন মুহাম্মদ এরশাদ কর্তক স্থাপিত মুন্সেফ কোর্ট পুনরায় চালুর দাবি জানান।
এফআর/অননিউজ