আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নড়াইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে রবিবার সন্ধ্যায় সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ হাফিজুর রহমান বিলুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদেও সাতবারের নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, চন্ডিবরপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোল্যা কাওছার উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় কান্তি সমাদ্দার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস মোল্যা, চন্ডিবরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ খানজাহান আলী, সাধারণ সম্পাদক ইউপি মেম্বার জাহিদুর রহমান জাহিদ, শিক্ষক নেতা কামরুজ্জামান মুকুল, মাওলানা তৈয়েবুর রহমান, শাহাবুদ্দিন সাবু, শাহাজাহান সাবু, সদর উপজেলা মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামালসহ অনেকে।
বক্তারা বলেন, নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়াকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামি ১১ মে সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ মতবিনিময় সভায় বিভিন্ন পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ