জাতির উদ্দেশ্যে ভাষণে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ সন্ধ্যা ৭টায় সিইসি ভাষণ দেবেন বলে জানিয়েছেন ইসি সচিব মো: জাহাংগীর আলম।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল দেওয়া হচ্ছে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনের সার্বিক প্রেক্ষাপট ও প্রস্তুতি তুলে ধরতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জাহাংগীর আলম জানান, বিকেল পাঁচটায় বর্তমান কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হবে। এ সভায় তফসিল পর্যালোচনা করে অনুমোদন করা হবে। এরপর ভাষণ দেবেন সিইসি। ভাষণটি একযোগে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করেন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন ভবনের আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কয়েকটি সড়কে যান চলাচল সীমিত রাখা হয়েছে।
আরএইচ/অননিউজ