কুড়িগ্রামের উলিপুরে বন্যা কবলিত হতদরিদ্র ১৪টি পরিবারের মাঝে পায়ে চালিত বিনামূল্যে ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে সংস্থার মাঠে ভ্যান গাড়ি বিতরণ করা হয় ।
বিতরন অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এস এম গোলাম কিবরিয়া রাজু । সংস্থার চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, সাংবাদিক নূরবক্ত মিঞা, নুরুজ্জামান সরকার, আরডিআরএস বাংলাদেশ’র উর্দ্ধতন সামাজিক উন্নয়ন কর্মকর্তা ধনেশ্বরী রানী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।