তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: আমির হোসেন ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন উৎসব মুখর পরিবেশে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো: নাজমুল হাসানের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সমর্থক ও প্রস্তাবক এবং দাউদকান্দি-তিতাস উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে কুমিল্লা-১ আসন থেকে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা ব্যক্ত করেন আমির হোসেন ভূঁইয়া। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, জনগণ আমাকে এই জন্যই ভোট দিবে, কারণ আমি হোমনা তিতাসে ব্যাপক কাজ করেছি। অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্যই আমি জনগণের ম্যান্ডেট চাই।
এফআর/অননিউজ