অভাব ঘুচাতে ধার-কর্জ করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলো কামাল-দুলাল। অনেক স্বপ্ন ছিলো তাদের মা-বাবা আর স্বজনদের চোখে। ঋণের বোঝা শেষ হলেই সংসারে ফিরবে সুদিন। একটুখানি সুখের দেখা মিলবে পরিবার দু’টিতে। অথচ সুদুর প্রবাসে ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যুতে এখন অন্ধকার নেমে এসেছে তাদের দুটি পরিবারে। ঋণের বোঝা আর অনিশ্চিত ভবিষ্যতই যেন নিশ্চিত পরিণতি শোকার্ত পরিবার দু’টিতে।
৩ মার্চ রাতে রেল লাইনের পাশ থেকে কামাল ও দুলালের লাশ উদ্ধার করে মালয়েশিয়ান পুলিশ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ গ্রামের লিটন মেম্বারের বাড়ির শহিদ মিয়ার ছেলে মো. কামাল হোসেন (২৫) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. দুলাল মিয়া (৩২)। দুজনেই কলিং ভিসায় মালয়েশিয়ায় গিয়েছিলেন। কাজ করতেন একটি ওয়ার্কশপে। কাজ শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয় বলে জানান বাংলাদেশ হাইকমিশন।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে এলাহাবাদ গ্রামের লিটন মেম্বারের বাড়িতে গিয়ে দেখা যায়, মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত কামাল-দুলালের পরিবারে চলছে শোকের মাতম। তাদের মা-বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে চারপাশ।
নিহত মো. দুলাল মিয়ার মা আনোয়ারা বেগম জানায়, গত এক বছরে তিনি স্বামী এবং আরও দুই সন্তান হারিয়েছেন। চার ভাই পাঁচ বোনের সংসারে দুলাল ছিলো সবার ছোট। আরেক সন্তান দেলোয়ার স্ত্রী-সন্তান নিয়ে থাকেন চট্টগ্রামে। ১৬ মাস আগে সংসারের হাল ধরতে বিভিন্ন ব্যাক্তি ও এনজিও থেকে ৭ লক্ষ টাকা ঋণ নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমায় দুলাল। স্ত্রী ও দুই কন্যা সন্তানকে রেখে যায় মায়ের কাছে। দুলালের মৃত্যুতে এখন অথই সাগরে পড়েছে তার মা। কি দিয়ে পরিশোধ করবে ঋণ, পুত্রবধূ ও দুই নাতনী নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবেন তিনি। এই চিন্তায় পুত্রশোকও মলিন হয়ে উঠছে কখনো কখনো। তারপরও নিহত সন্তানের মুখটা শেষবারের মতো দেখতে চান তিনি। বার বার শুধু বলছেন আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও বাবা।
দুলাল মিয়ার প্রতিবেশী ছিলো মো. কামাল হোসেন। সম্পর্কে চাচাতো ভাই। মেধাবী ছাত্র কামাল টাকার জন্য করতে পারেনি লেখা-পড়া। ১৪ মাস আগে প্রায় ৫ লক্ষ টাকা ঋণ করে চলে যায় মালয়েশিয়া। বাবা-মার অতি আদরের ছোট সন্তান ছিলো সে। বাবা-মা চার ভাইয়ের অভাবের সংসারে সে আনতে চেয়েছিলো সুখ। এরই মধ্যে ঋণের বেশ কিছুটা পরিশোধ করেছে। দেশে ফিরলেই বসতো বিয়ের পিড়িতে। কামালের শোকাহত বাবা শহিদ মিয়া জানান, কামালের সাথে শেষবার কথা হয়েছে গত বুধবার রাতে। এই সোমবারে ফোনে জানতে পারি আমার ছেলে কামাল আর নাই। পিতা হিসেবে তার জন্যতো আর কিছু করার নাই শুধু দেশের মাটিতে যদি তার দাফনটা করতে পারতাম। আমার ছেলের লাশটা দেশে এনে দেবার জন্য সরকারের কাছে অনুরোধ জানাই।
এফআর/অননিউজ