কুমিল্লার ঐতিহ্যবাহী লালমাই সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, অর্থমন্ত্রীর পিও মোঃ মিজানুর রহমান
কলেজের সহকারি অধ্যাপক শাহজাহান মজুমদার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সোলায়মান চৌধুরীসহ শিক্ষকবৃন্দ। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুহিন এর সভাপতিত্বে ও লালমাই সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোহাগ গাজী'র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা আহসান মাহমুদ ফরহাদ, পরিমল,মাহমুদুল হাসান মুন্না,মেহেদী হাসান,জান্নাতুল ফেরদৌস
বৃষ্টি,মুন্নি,শারমিন,জিলানী,আরিফ,সাগর,শুভ,নাজমুল,শাকিলসহ লালমাই সরকারি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।