বেশকিছুদিন ধরে স্থিতিশীল অবস্থায় থাকার পরে আবারো সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে কাচামরিচের দাম বেড়েছে কেজিতে ২০টাকা করে। একদিন আগেও প্রতি কেজি কাচামরিচ ৪০টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৬০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষজন।
হিলি বাজারে কাচামরিচ কিনতে আসা নজরুল ইসলাম বলেন, বাজারে কোন পণ্যের দামের উপর নিয়ন্ত্রন নেই যে যেমন পাড়ছে দাম বাড়াচ্ছে। গতকালকে যে কাচামরিচ ৪০টাকা কেজি কিনেছি আজ সেই কাচামরিচ ৬০টাকা হয়ে গেলো। রাতারাতি কেজিতে ২০টাকা বেড়ে গেছে এভাবে যদি দাম বাড়ে তাহলে আমরা সাধারন মানুষ চলবো কিভাবে এর উপর রমজান মাস চলছে। বাধ্য হয়ে ক্রয়ের পরিমান কমিয়ে দিয়েছি যেখানে কেজি কিনতাম এখন সেখানে হাফকেজি বা আড়াইশো গ্রাম কিনছি চলতে তো হবে আমাদের।
হিলি বাজারের কাচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, বেশ কিছুদিন ধরে কাচামরিচের দাম স্থিতিশীল ছিল। সম্প্রতি গতকয়েকদিন ধরে প্রচন্ড গরমের কারনে দেশের বিভিন্ন অঞ্চলে কাচামরিচের ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেক অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার কারনে কাচামরিচের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ায় মোকামে কাচামরিচের সররবাহ ঘাটতি দেখা দিয়েছে। এর উপর রমজানের কারনে কাচামরিচের বাড়তি চাহীদা থাকায় আশেপাশের অঞ্চল থেকে কাচামরিচ ঢাকায় যাচ্ছে। যার কারনে স্থানীয় বাজারে সররবাহ কমায় দাম বাড়তির দিকে রয়েছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে।