এক যুগের বেশি সময় পর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে কলেজ শাখা ছাত্রশিবিরের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
বেলা পৌনে ১২টার দিকে কলেজের বকুলতলা থেকে শুরু হয়ে মিছিলটি মাল্টিপারপাস হলের সামনে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রমজানের পবিত্রতা বজায় রাখার দাবিতে শ্লোগান দেন নেতাকর্মীরা।
সমাবেশে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ ওয়ািিকউজ্জামান অভির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি তাজ মোহাম্মদ, জেলা অর্থ সম্পাদক মোঃ তানভীর শিকদার, কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আল শাহরিয়ার আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্বাস আলী,জেলা অফিস সম্পাদক মোঃ রুমান শেখ, প্রকাশনা সম্পাদক মোঃ নুরুজ্জামান প্রমুখ।
বক্তারা, রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের পতাকাতলে এসে ইসলামী রাষ্ট্রপ্রতিষ্ঠার কাফেলায় শরীক হওয়ার আহবান জানান।