বাবা মানেই পরম নির্ভরতার জায়গা। বাবা মানেই সন্তানের আদর্শ ও ভালোবাসা। রোববার (১৮ জুন) ‘বিশ্ব বাবা দিবস’। আর এ উপলক্ষে বাবার দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদও।
সিয়াম নিজেও বাবা হয়েছেন। গেলো বছরের এপ্রিলে জন্ম নেয় অভিনেতার পুত্রসন্তান জোরাইজ আহমেদ জায়ান। বাবা হওয়ার পর নিজের পরিবর্তনের অনুভূতি শেয়ার করে সিয়াম বলেন, আমি এখন বুঝি, প্রত্যেক বাবারা সারাদিন একটা ছটফটানির মধ্যে থাকে যে, কখন বাসায় ফিরবে। যেমন ছোটবেলায় শুক্রবার হলেই আমি বাইরে যেতে চাইতাম। কিন্তু বাবা সবসময় চাইতেন বাসায় থাকতে। আমি জেদ করতাম যে, আজ শুক্রবার, তাহলে বাইরে বের হবো না কেন? কিন্তু এখন বুঝি যে, ওই একটা দিন বাসায় থাকার মর্মটা আসলে কী। সবাইকে নিয়ে যদি সময়টা কাটানো যায়। কারণ ছুটি তো সপ্তাহে মাত্র একদিন।
বাবার সঙ্গে স্মৃতি চারণ করে চিত্রনায়ক বলেন, আমি বাবা-মায়ের একমাত্র সন্তান। পড়াশোনার জন্য যখন দেশের বাইরে ছিলাম, তখন বাসায় শুধু বাবা-মা ছিলেন। তো মাঝেমধ্যে আম্মু রাতের বেলা হঠাৎ দেখতেন, বাবা বিছানায় নেই! তারপর খুঁজে দেখতেন, আমি যে বিছানায় ঘুমাই, সেখানে গিয়ে ঘুমিয়ে আছেন। সকালে সেখান থেকে উঠে অফিসে যেতেন। এমন অদ্ভুত অদ্ভুত অনেক ঘটনা বাবার সঙ্গে জড়িয়ে আছে।
সবশেষ সিয়াম বলেন, বাবা-মাকে কিছু বলার থাকলে কোনো মাধ্যম ব্যবহার করে নয়, সরাসরি বলাই ভালো। যতদিন তারা বেঁচে আছেন, যতদিন আমরা বেঁচে আছি, কথাগুলো সরাসরি হওয়াই ভালো। সেই কথাগুলো বলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। অন্য সন্তানদের প্রতিও আমার একই আহ্বানই রইলো।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com