পরিবহণ ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখানে এক সময় পার্সেন্টেজের বিষয়টি নিয়মিত ঘটনা ছিল। সেটি বন্ধ করতে পেরেছি। অনেকের সময় হওয়ার আগেই বদলি করা হতো, সেটি করা যাবে না। আমরা কোনো অবস্থাতেই শ্রীলংকার দৃষ্টান্তের পুনরাবৃত্তি চাই না।
রাজধানীর সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি রোববার এ কথা বলেন।
সেতু মন্ত্রী বলেন, পদ্মা সেতুতে ১ হাজার ৮৩৫ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। মেঘনা গোমতীসহ তিন সেতুতে ১১০০ কোটি টাকা সেভ করা হয়েছে। যারা মেগাপ্রকল্পে মেগা দুর্নীতির কথা বলে, তাদের বলতে চাই, পদ্মা সেতুতে ১৮৩৫ কোটি টাকা সেভ করেছি। মেঘনা গোমতীসহ তিন সেতুতে ১১০০ কোটি টাকা সেভ করেছি। সরকার মেগা দুর্নীতি করে না, মেগা সেভ করে।
কোটা আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, সরকার কোটা ও শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সময়মতো সমস্যার সমাধান হয়ে যাবে। শিক্ষার্থীদের যে দাবিতে আন্দোলন করছে এটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু এটা এখন আদালতের বিষয়। এর উপরে তো আমরা কিছু করতে পারি না।
তিনি বলেন, পেনশন আন্দোলন নিয়ে শিক্ষকদের সাথে যোগাযোগ আছে। সময়মতো তাদের সমস্যার সমাধান হবে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24