এটিএন বাংলায় লেখক কবি মাসুদ রানা বইয়ের মোড়ক উম্মোচন করলেন ড. মাহফুজুর রহমান

ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের ত্রিশালের সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা’র নতুন বই ছোটদের ভাষা শহীদ আব্দুল জব্বার এর মোড়ক উন্মোচন করলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান।

সোমবার (১৯)ফেব্রুয়ারি) বিকেলে এটিএন বাংলা স্টুডিওতে অনুষ্ঠিত হয়।

সব্যসাচী লেখক এস এম মাসুদ রানার ছোটদের ভাষা শহীদ আব্দুল জব্বার বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- এটিএন বাংলার নির্বাহী পরিচালক (বার্তা) এটিএন বাংলা, হাসান আহমেদ চৌধুরী কিরণ,উপদেষ্টা(অনুষ্ঠান) এটিএন বাংলা, তাশিক আহমেদ প্রমুখ।

উল্লেখ্য,তরুণ সব্যসাচী লেখক এস এম মাসুদ রানার এই পর্যন্ত ৩৫ বই প্রকাশিত হয়েছে। তারমধ্যে উল্ল্যেখযোগ ঐতিহাসিক ৭ই মার্চ, বাউল গানের পাখি, লাল সবুজের বঙ্গবন্ধু, ভেজা চোখ,সুখ সারথি, নষ্ট মেয়ের গল্প, মেঘ প্রথম খণ্ড, মেঘ দ্বিতীয় খণ্ড, মেঘ তৃতীয় খন্ড, ভুতের জন্মদিন, ভূত রাজার দেশে,তাহমিদের গোয়েন্দা অভিযান, উল্লেখযোগ্য।

ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি সাহিত্য সংগঠন থেকে সাহিত্য পদক পেয়েছেন। এ বছর বইমেলায় ছোটদের ভাষা শহীদ আব্দুল জব্বার এর মোড়ক উন্মোচন বইমেলায় প্রকাশিত হয়েছে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ