কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য এডভোকেট তাপস চন্দ্র সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছে। গত ২০ অক্টোবর হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদ কুমিল্লার সাবেক জেলা পিপি এডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লিটনকে প্রধান উপদেষ্টা করে ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
ওই কমিটির অন্যান্য উপদেষ্টা সদস্যরা হলেন- ইউসিবি ব্যাংক ডিএমডি মোঃ শাহ আলম ভূঁইয়া, দারোগা হাজী মোঃ মোসলেম উদ্দিন, ওবায়েদুল ইসলাম বাবর, সাবেক চেয়ারম্যান গোলাম জিলানী, এডভোকেট মোঃ ইউসুফ আলী, এডভোকেট মোঃ নূরুল হুদা কাজল, মোঃ আকতার হোসেন নিলু, এডভোকেট মোহাম্মদ নুর নবী, এডভোকেট মোঃ শওকত আলী খান, এডভোকেট মোশারফ হোসেন টিটু, এডভোকেট তাপস চন্দ্র সরকার, সাবেক চেয়ারম্যান দলিলুর রহমান দুলাল, ব্যবসায়ী সাজেদুল হক ভূঁইয়া, সিরাজুল ইসলাম মোহন, এডভোকেট আশফাক উদ্দিন ঝোটন, এডভোকেট সালাহ উদ্দিন (মোমেন), এডভোকেট জিয়াউল হাসান চৌধুরী (সোহাগ), মোঃ রোশন আরা বেগম ও ডাঃ বিধান চন্দ্র বসাক।
এদিকে, ৮ ডিসেম্বর ২০২১ সন্ধ্যা ৬টায় কুমিল্লা রাণীরবাজার ফাইন্ড কমিউনিটি সেন্টার এর পশ্চিম পাশের ৩য় তলায় জেলা কার্যালয়ে হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের কার্যকরী কমিটি এবং উপদেষ্টা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এতে যথা-সময়ে মাপাউস এর কার্যকরী কমিটি এবং উপদেষ্টা পরিষদের সকল সদস্যগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন- হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদ এর সভাপতি মিজানুর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।