নড়াইল প্রতিনিধি।।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে নড়াইলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নড়াইল জেলায় কর্মরত বিএনএফ এর সকল সহযোগী সংস্থার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে একটি রালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় রিসডো সভাপতি মোঃ রওশন আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, চিত্রা উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মাসুদ হাসান,দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শরীফ শরাফ উদ্দীন সম্রাট প্রমখ।
স্বাগত বক্তব্য দেন নোভার নির্বাহী পরিচালক সুবীর বোস এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ,দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শরীফ তুকরোল আমিন।
বক্তারা বলেন, সরকারের পাশাপাশি এনজিওগুলি দেশের চলমান উন্নয়নে ভুমিকা রেখে চলেছে। প্রাকৃতিক দুযোগ মোকাবেলায় অসহায় মানুষের পাশে দাড়ানো, হতদরিদ্রদের স্বাবলম্বী করে তুলতে আয়বর্ধনমূলক কার্যক্রম পরিচালনা, চিকিৎসা সেবা কার্যক্রম সহ ধরণের কাজ করে চলেছে।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com