এবার গোল-এসিস্টে ম্যাচসেরা নেইমার

অনলাইন ডেস্ক।।

সাস্তোসে ফিরে প্রথম গোলের দেখা পেলেন নেইমার জুনিয়র। সাও পাওলো ভিত্তিক আগুয়া সান্তার বিপক্ষে ৩-১ গোলে সান্তোসের জয়ে পেনাল্টি থেকে একটি গোল করেন নেইমার।

সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপ ম্যাচে ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। ২৬ মিনিটে থাসিয়ানো এবং ৭০ মিনিটে গুইলেমের গোলের পর আগুয়া সান্তার হয়ে ৪৩ মিনিটে একটি গোল শোধ করেন নেতিনহো।

গুইলেমের গোলে এসিস্ট করেন নেইমার। এখন পর্যন্ত নেইমার সান্তোসের হয়ে একটি ম্যাচেও পুরো ৯০ মিনিট খেলতে পারেননি। আজকেও ছিলেন না ম্যাচের পুরো সময়। ৮৫ মিনিটে উঠে যান মাঠ থেকে।

তবে এই ম্যাচে ছন্দে ছিলেন নেইমার। তার ছন্দে ফেরার ম্যাচে সান্তোসও জয় পেয়েছে প্রত্যাশিতভাবেই। প্রায় এক বছর মাঠের বাইরে থাকার পর, গত অক্টোবরে পেশাদার ফুটবলে ফিরেন নেইমার। এর পর গেল মাসে সৌদি আরবের ক্লাব আল-হিলালের সাথে চুক্তি বাতিল করেন এই ব্রাজিলিয়ান।

এরপরেই ফিরে আসেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসে খেলে ২২৫ ম্যাচে ১৩৮ গোল করেন নেইমার। এর পর যোগ দেন বার্সলোনায়। ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে ২২২ মিলিয়ন ইউরো (তখনকার মূল্য ২৬২ মিলিয়ন ডলার) ট্রান্সফারের মাধ্যমে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হন।

২০২৩ সালে তিনি আল-হিলালে ৯০ মিলিয়ন ইউরো (৯৪ মিলিয়ন ডলার) ট্রান্সফার হন। গেল মাসে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোসে ছয় মাসের চুক্তি করেছেন।

সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।

আরো দেখুনঃ