ডিএমপির গোয়েন্দা বিভাগের হারুন অর রশীদের পাশে এডিসি শহিদুর
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এডিসি শহিদুরসহ ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (২ জুন) পুলিশ সদর দপ্তরের আদেশে এডিসি শাহিদুর রহমানকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেয়া হয়েছে।
শাহিদুর রহমান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বর্তমানে ডিবির টিমের সঙ্গে নেপালে আছেন। এর আগে গত ২৬ মে ভারতে যান ডিবির টিমের সঙ্গে। একই প্রজ্ঞাপনে এডিসি শাহিদুরসহ ২১ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর।
প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আনোয়ারুল আজীম। পরে তিনি নিখোঁজ হন। একপর্যায়ে গত ১৩ মে তিনি সেখানে খুনের হয়েছেন বলে খবর পাওয়া যায়।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24