দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তাকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সনমান্দির সোনার বাংলা স্কুল মাঠে সনমান্দি ইউনিয়নবাসীর পক্ষ থেকে সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ কাচের ফ্রেমে বঙ্গবন্ধুর ম্যাড়াল ও নৌকা উপহার দিয়ে এ সংবর্ধনা দেন।
সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহের উদ্যোগে ও স লনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।
অনুষ্ঠানে সনমান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বিষযক সম্পাদক শিল্পপতি এস এম জাহাঙ্গীর হোসাইন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার,সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, আওয়ামী লীগ নেতা খন্দকার আমিনুল হক, আজিজুল হক মুকুল, যুবলীগ নেতা সোলায়মান হোসেন সুজন প্রমুখ।
এ সময় সনমান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারকে ফুলে ফুলে সিক্ত করেন সনমান্দি ইউনিয়নের জনগন।