এমপি কালামের ক্যাডার বাহিনীর অবৈধভাবে গভীল নলকূপ স্থাপন প্রতিবাদে বাগমারায় কৃষকদের মানববন্ধন
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
![](https://onnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বাগমারার নরদাশ ইউনিয়ন সুজন পালশা মৌজায় স্থাপন করা একটি গভীর নলকূপের সীমানর মধ্যে কৃষকদের জমি দখল করে এমপি আবুল কালামের ক্যাডার বাহিনী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অবৈধভাবে আরো একটি গভীর নলকূপ স্থাপনের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে বাইগাছা বাজারের সংলগ্ন সুজন পালশা সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সুজন পালশা ও বাইগাছা এলাকার কৃষকরা। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন-বিএমডিএ কর্তৃক স্থাপনকৃত গভীর সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক রেজউল করিম, কৃষক শহিদুল ইসলাম, সবুজ, গিয়াস উদ্দিন ও মুনছুর রহমান প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, ১২ বছর পূর্বে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর অধীনে সুজন পালশা মৌজায় একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। ওই গভীর নলকূপের আওতায় কয়েকটি গ্রামের কৃষকরা কম খরচে সেচ সুবিধার মাধ্যমে বোরো ধানসহ বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করে আসছিলেন।
কিন্তু সম্প্রতি স্থানীয় সংসদস্য আবুল কালাম আজাদের ক্যাডার বাহিনী স্থানীয় আ.লীগ নেতা জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট দপ্তরের কোনো প্রকার অনুমোতি ছাড়াই ওই গভীর নলকূপের সীমার জমি দখল করে নিয়ে অবৈধভাবে আরো একটি গভীর নলকূপ স্থাপন করেছেন। এ বিষয়ে উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিএমডিএ’র উপজেলা প্রকৌশলীর কাছে পৃথকভাবে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। কিন্তু কোনো প্রতিকার মিলেনি। এ বিষয়ে
উপজেলা বিএমডিএ’র প্রকৌশলী ফারুক হোসেন বলেন, জাহাঙ্গীর আলমকে গভীর নলকূপ স্থাপনের কোনো অনুমোদ দেওয়া হয়নি। তারপর তিনি কেন গভীর নলকূপ স্থাপন করেছেন তার জন্য তাকে চিঠি দেওয়া হয়েছে।