কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার গণমানুষের নেতা কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি কর্পোরেশন, সেনানিবাস) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের সাথে কুমিল্লার নবাগত জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সামছুল আলম, র্যাব-১১ সিপিসি-২ এর নবাগত কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার একেএম মনিরুল আলম, কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ নজরুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সর্টিক হাউজে ওই অনুষ্ঠান হয়। শোকের মাস আগস্ট হিসেবে নবাগত কর্মকর্তাদের ফুল গ্রহণ করেননি এমপি। তিনি বলেন আমার হৃদয়ে রক্ত ক্ষরণ, আগস্ট মাসে ফুল নিতে পারিনা। নিজে গ্রহন করিনা, অন্যকে নিরোৎসাহীত করি।
এসময় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লার পুলিশ সুপার মো: আবদুল মান্নান বিপিএম বার, কুমিল্লা জেলা পিপি ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মোশারেফ হোসেন, আদর্শ সদর উপজেলার এসিল্যান্ড মো: মেহেদী হাসান, এনডিসি কানিজ ফাতেমা, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন সহ গোয়েন্দা সংস্থা এনএসআই কুমিল্লার যুগ্ম পরিচালক, সাংবাদিক প্রমুখ উপস্থি ছিলেন।
এমপি বাহার শুরুতেই অভিবাদন গ্রহণ করে সার্টিক হাউজে মধ্যাহ্নভোজে মিলিত হন। এসময় তিনি কুমিল্লার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, যানজটে কুমিল্লার মানুষের কষ্ট হচ্ছে। যানজট নিরসন করতে হবে। মাদকের বিষয়ে তিনি বলেন, সীমান্তের বিভিন্ন বাড়ি মাদক সেবনে ব্যবহৃত হয়ে আসছে। কুমিল্লা শহর সহ নানা প্রান্ত থেকে ঝাঁকে মাদকসবেীরা বর্ডার এলাকার ওই বাড়ি গুলোতে বসে মদ, ফেন্সিডিল খেয়ে চলে আসে। মাদকের রমরমা ব্যবসা বন্ধ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে এ ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এসকেডি/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com