এলজিইডির নির্বাহী প্রকৌশলী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে নড়াইল অফিস চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় আধাঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে ঘটনার নিন্দা জানিয়ে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার সহ কর্মস্থলে নিরাপত্তার দাবি জানিয়ে বক্তব্য তুলে ধরেন এলজিইডি নড়াইলের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিত কুমার কুন্ডু। এসময় সিনিয়র সহকারী প্রকৌশলী চৌধুরী মোঃ আসিফ রেজা, সদর উপজেলা প্রকৌশলী মোঃ জহির মেহেদী হাসান, সহকারী প্রকৌশলী বিপুল কুমার অধিকারী, উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান চঞ্চল, প্রেমানন্দ মন্ডল, কামাল হোসেন, মোঃ রেজাউল করিম, খিজির হায়াত খান, সহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।