এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশন এর প্রকল্প পরিচালক জনাব মোঃ গোলাম ইয়াজদানী র ওপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী শাহাবুদ্দীন সহ সকল হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩০ জানুয়ারি) বিকাল ৩টায় নগরীর ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ রোডস্থ এলজিইডি ভবনের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,কুমিল্লার প্রকৌশলী,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জি পি চৌধুরী, এলজিইডি কুমিল্লা অঞ্চলের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা হাসান, এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মির্জা মোঃ ইফতেখার আলী, আইইবি কুমিল্লার আরটিআইপি-২ প্রকল্প ও ভাইস চেয়ারম্যান ডিপিডি মোঃ আব্দুল মতিন, প্রকৌশলী আবুল বাশার, প্রকৌশলী রহমত উল্লাহ কবিরসহ অন্যান্যরা।