ভোক্তাদের জন্য স্বস্তির খবর—মে মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ও অটোগ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি জানায়, ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এছাড়াও, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি ৮৪ পয়সা কমানো হয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রেখে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৪৫০ টাকায় বিক্রির নির্দেশনা দিয়েছিল বিইআরসি।
উল্লেখ্য, গত মার্চ মাসে এ দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা এবং ফেব্রুয়ারিতে ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com