আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন যুবলীগ নেতা কামাল হোসেন।
কামাল হোসেন বিপুলাসার ইউনিয়নের বড় কাঁচি গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল খায়েরের ছেলে। তিনি ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতা-কর্মীদের সমর্থন পেলে আগামী নির্বাচনে তিনি মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার আশাবাদ ব্যক্ত করেছেন।
যুবলীগ নেতা কামাল হোসেন বলেন, ‘লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের রূপকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, প্রিয়নেতা মোঃ তাজুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আমি দীর্ঘদিন ধরে সক্রিয় ভাবে যুবলীগের রাজনীতি করছি। আমি আশাবাদী আমি নির্বাচনে অংশ নিলে এলাকাবাসী আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।
সাইফুল সুমন/আননিউজ24।।