এসএসসিতে বাগমারায় উপজেলা পর্যায়ে প্রথম বর্ষা
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
এবারের এসএসসি পরীক্ষায় বাগমারায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান লাভ করেছে নুসরাত জাহান বর্ষা। সে আক্কেলপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবারের এসএসসি পরীক্ষা অংশ গ্রহন করে এই কৃতিত্ব অর্জন করে। সে ভবিষ্যতে শিক্ষক হতে ইচ্ছুক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নুসরাত জাহান বর্ষা মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ ৫ লাভ করেছে এবং উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। সে ৫ম শ্রেণীতেও সাফিক্স প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিলো। তার বাবা বাবর আলী মাদারীগঞ্জ বাজারের একজন মুদি ব্যবসায়ী এবং মাতা নুপুর জান একজন আদর্শ গৃহিনী। তার সাফল্যের পেছনে সাফিক্স প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম জাকির, প্রতিষ্ঠানের শিক্ষক ও পিতা-মাতার অবদান সবচেয়ে বেশি বলে সে জানায়। নুসরাত জাহান বর্ষা আগামীতেও তার সাফল্যের ধারা অব্যাহত রাখতে এবং কাঙ্খিত লক্ষ অর্জনে সকলের নিকট সার্বিক সহযোগীতা ও দোয়া প্রার্থী।