এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন পূর্বক নতুন রুটিন প্রকাশ এবং উৎসব উদযাপন উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ দিন সরকারি ছুটির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশনসহ খাগড়াছড়ির বিভিন্ন স্কুলের এসএসসি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ধনরঞ্জ ত্রিপুরার সঞ্চলনায় হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মায়া চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনোতোষ ত্রিপুরা, সহ-সাধারণ সম্পাদক পিন্টু চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি উৎসবের দিনে নির্ধারিত এসএসসি পরীক্ষার (২০২৫) তারিখ পরিবর্তনপূর্বক নতুন রুটিন প্রকাশ এবং পাঁচ দিন সরকারি ছুটি দাবি জানায়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।