এসিআই পিওর ফ্লাওয়ারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাকে নিয়ে সৃজনশীল লেখা প্রতিযোগিতা এসিআই পিওর আটা-মাতৃভাষায় মা।
এসিআই সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত এসিআই ফান কেক ও কিশোর আলোর সহযোগিতায় এ প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন কথাসাহিত্যিক আনিসুল হক।
প্রতিযোগিতা শেষে তিনি সেরাদের সেরা তিনজন বিজয়ীর নাম ঘোষণা করেন। পরে তাদেরকে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেডের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন, বিজনেস ম্যানেজার মইনুর রহমান, জিএম মিডিয়া মো. নাহিদ নেওয়াজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আগামী প্রজন্মের মাঝে মাতৃভাষার শুদ্ধ চর্চা ও খুদে শিক্ষার্থীদের সৃজনশীল মনন বিকাশের লক্ষ্যে প্রতি বছর এ আয়োজন করে থাকে এসিআই পিওর আটা।
ফরহাদ/অননিউজ