একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক শ্রীলঙ্কায় যানবাহনের জন্য চালু হচ্ছে ‘জ্বালানি পাস’ পদ্মাসেতুর জমকালো উদ্বোধনের পর, এ বছরেই চালু হতে যাচ্ছে আরও তিনটি বড় সেতু ও দীর্ঘতম রেলসেতু। রূপসা রেলসেতুর ওপর দিয়ে চলবে ট্রেন। আর দুয়ার খোলার অপেক্ষায় পিরোজপুরের বেকুটিয়া, নড়াইলের কালনা ও নারায়ণগঞ্জের ৩য় শীতলক্ষ্যা সেতু। সেতুগুলো চালু হলে যোগাযোগ তো বটেই, অর্থনৈতিক উন্নয়নে রাখবে বড় ভূমিকা।
রূপসার বুকে ৫.১৩ কিলোমিটার রেলসেতুর পুরোটাই এখন দৃশ্যমান। বহুল প্রত্যাশিত এই রেলসেতু দিয়ে মোংলা বন্দর থেকে কম খরচে পণ্য যাবে ভারত, নেপাল ও ভূটানে। খুলে যাবে বাণিজ্যের নতুন দুয়ার। সহজ হবে সুন্দরবন ভ্রমণ।
রেল ট্র্যাক, টেলি কমিউনিকেশন, সিগন্যালিং ও রূপসা নদীতে সেতু নির্মাণসহ প্রকল্পের ৯৫ শতাংশ কাজ এরইমধ্যে শেষ হয়েছে। ৩১টি ছোট ব্রিজ ও ১১০টি কালভার্টও নির্মাণ করা হয়েছে। ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ৮টি স্টেশনও প্রস্তুত। দেশের দীর্ঘতম রেলসেতুটি চালু হবে আসন্ন ডিসেম্বরে।
শান্ত/অননিউজ