বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটে দিন বদলের হাওয়া লেগেছে। তাই একের পর এক নতুন রেকর্ড টাইগারদের ঝুলিতে ধরা দিচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি হানা না দিলে দলীয় সর্বোচ্চ সংগ্রহ পেয়ে যেতেই পারত টাইগাররা। সেটা আপাতত পূরণ না হলেও এবার ওপেনিং জুটিতে নতুন রেকর্ড গড়েছেন ওপেনাররা। মাত্র ৫৬ বলে ১২৪ রানের জুটি গড়েছেন লিটন ও রনি।
ফরহাদ/অননিউজ