শোকে পাথর নিহত রনির স্ত্রী-সন্তান। সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন টঙ্গির ইমাম হোসাইন রনি। তার মৃত্যুর সংবাদে প্রবাসী রনির স্বজনদের আহাজারি থামছে না।
চাকরিতে দু’মাসের ছুটি কাটি যোগদানের আগে পবিত্র ওমরাহ করতে গত ২৫ মার্চ মক্কার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথিমধ্যে বাস দুর্ঘটনায় তিনি মারা যান। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে ভেঙে পড়ছেন বৃদ্ধ বাবা, স্ত্রীসহ পরিবারের লোকজন। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছিল মেঝ।
স্বজনরা বলছেন, মৃত্যুর আগে রনির সঙ্গে কথা হয়েছিল। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে মরদেহটি যেন তাদের কাছে হস্তান্তর করা হয়। রনিকে হারিয়ে একমাত্র ছেলে মোঃ ইসমাইল ও তার স্ত্রী শিমু আক্তার শোকে পাথর।
ফরহাদ/অননিউজ