কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬ জন।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে মহাসড়কের উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায় দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র। তিনি জানান, আজ সকালে কক্সবাজারের দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি বাস। গাড়ী দুটি উত্তর হারবাং এলাকায় পৌঁছলে ট্রাকটি হঠাৎ শ্লো হয়ে পড়লে পেছন দিক থেকে প্রচণ্ড ধাক্কা দেয় দ্রুতগামী বাসটি। এতে বাসে থাকা ২ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও অন্য হতাহত পরিচয় পাওয়া যায়নি।
নিহত টিপু সোলতান (২২) ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর থানার নাসিরাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে।
নিহত অপরজনের পরিচয় উদঘাটনের চেষ্টা করছেন জানিয়ে হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, গুরুতর আহতদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। জব্দ করা হয়েছে গাড়ী দুটি।
এফআর/অননিউজ