চলতি বছরের ২ আগস্টও কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগে এয়ার এস্ট্রার একটি উড়োজাহাজের সাথে কুকুরের ধাক্কা লাগে। সে সময়ও ফ্লাইট ছাড়তে এক ঘণ্টা বিলম্ব হয়েছিল।
কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজের সাথে ধাক্কা লেগে একটি কুকুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউএস-বাংলার একটি ফ্লাইট এই দুর্ঘটনায় পড়ে। এতে ফ্লাইট ছাড়তে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার অফিসের ইনচার্জ আহমদ মুসা জানান, ঢাকাগামী ইউএস বাংলার বিএস ১৫৮ উড়োজাহাজটিতে ৭০ জন যাত্রী ছিলেন। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে উড্ডয়নের জন্য বিমানটি রানওয়েতে যায়।
তিনি জানান, উড্ডয়নের আগমুহূর্তে কিছু একটার ধাক্কা অনুভব হওয়ায় উড়োজাহাজটি উড্ডয়ন না করে পার্কিংয়ে ফিরিয়ে আনা হয়। এরপর কোনো ত্রুটি আছে কি না তা পরীক্ষা করা হয়।
আহমদ মুসা জানান, ঘটনার পর ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর যান্ত্রিক ত্রুটি না পাওয়ায় সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে ৭০ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করে এবং রাত সাড়ে ৮টার দিকে নিরাপদে ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে বিমানবন্দরের উন্নয়ন কাজ চলমান থাকায় বিভিন্ন স্থান দিয়ে কুকুরগুলো প্রবেশ করছে বলে জানা গেছে। বিশেষ করে রাতের বেলায় কম আলো থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপকের ফোনে যোগাযোগের চেষ্টা করেও এ নিয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তা জানান, চলতি বছরের ২ আগস্টও কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগে এয়ার এস্ট্রার একটি উড়োজাহাজের সাথে কুকুরের ধাক্কা লাগে। সে সময়ও ফ্লাইট ছাড়তে এক ঘণ্টা বিলম্ব হয়েছিল।
সূত্রঃindependent tv
আই/অননিউজ২৪।।