চাঁদপুরের কচুয়ায় দাড়িয়ে থাকা ট্রাক্টরের ঢালা মাথায় পড়ে ফাহমিদা আক্তার নামের এক ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহমিদা আক্তার ভূঁইয়ারা বেপারী বাড়ির মো. সাগর হোসেনের মেয়ে।
সরেজমিনে জানা যায়, বৃহস্পতিবার সকালে ফাহমিদা আক্তারসহ কয়েকটি শিশু তাদের বাড়ির পাশে রাস্তার উপর দাড়িয়ে থাকা ট্রাক্টরের উপর উঠা নামা করে খেলাধুলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে ট্রাক্টরের ঢালা খুলে ফাহমিদা আক্তারের মাথায় পড়লে সে গুরুতর আহত হয়। আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।