চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী-বরুচর-নাহারা সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার নাহারা বাজারে এ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. মেজর নাজমুল হাসান কলিমুল্লাহ, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি. ইব্রাহিম খলিল বাদল, সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, উপজেলা ওলামালীগের সভাপতি নাছির উদ্দিন মাহমুদ, ইউনিয়ন মৎস্যজীবি লীগের সভাপতি তাপস দাস, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রাথী ফয়েজ উল্লাহ, আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ, বিদ্যালয়ের সহ-সভাপতি জামাল হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।