চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কাদলা এস.এসফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফের সভাপতিত্বে ও ইংরেজী প্রভাষক জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক শাহ মুহাম্মদ ইলিয়াস শাহ, খোরশেদ আলম মজুমদার, উপাধ্যক্ষ মাওলানা আবু তাহের, অভিভাবক জাহাঙ্গীর আলম সরদার, শিক্ষক গোলাম রাব্বানী প্রমুখ।
এসময় অবসর প্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলী, সমাজসেবক আবু বকর মুন্সী, রফিকুল ইসলাম মুন্সী, মাওলানা দেলোয়ার হোসেন, আ.ফ.ম মমিনুল হকসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।