কচুয়া উপজেলার জগতপুর উচ্চ বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে এ ভবনের শুভ উদ্বোধন করেন, চাঁদপুর-১ (কচুয়া) আসনের এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনের সভাপ্রধানে ও জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহবুবুর রহমান মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সুলতানা খানম, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট হেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল মাওলা হেলাল মুন্সী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সবুজ, সাঙ্গিনী নুরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ্যাড. মো. আবু ইউসুফ ও আওয়ামীলীগ নেতা আবুল বাসার নবু প্রমুখ।
এসময় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, সদস্য আহসান হাবীব প্রাঞ্জল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজল রেখা, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কার্তিক চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. সোহাগ উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।