চাঁদপুরের কচুয়া উপজেলার বক্সগঞ্জ নূরানীয়া ও হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার পালাখাল মডেল ইউনিয়নের বক্সগঞ্জ গ্রামে প্রধান অতিথি হিসেবে মাদ্রাসাটির শুভ উদ্বোধন করেন, শাজুলিয়া দরবার শরীফের পীর শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলি।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সফিকুল ইসলামের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় মুফাচ্ছির পরিষদের সদস্য মুফতি মাছুম বিল্লাহ মাদানী, বক্সগঞ্জ নূরানীয়া ও হাফেজীয়া মাদ্রাসার যুগ্ম আহবায়ক মাওলানা জাকির হোসেন জাহাঙ্গীর সহ আরো অনেকে।
এসময় বিশিষ্ট সমাজসেবক গোলামুর রহমান, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, মাওলানা বোরহান উদ্দিন, তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জহিরুল ইসলাম, সমাজসেবক সফিউল আলম জাহাঙ্গীর, আব্দুল মান্নান ও আনোয়ার হোসেনসহ ধর্মপ্রাণ মুসলমানগন উপস্থিত ছিলেন।
পরে মাদ্রাসার সফলতা, দেশ ও জাতির মুক্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, শাজুলিয়া দরবার শরীফের পীর শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলি।